www.kishoreganjnews.com

কিশোরগঞ্জে আবাদ বেড়েছে ৪ সহস্রাধিক হেক্টর

পাটের বাম্পার ফলনে কৃষকের হাসি



[ মোস্তফা কামাল | ১৫ জুলাই ২০১৭, শনিবার, ৮:১৩ | কৃষি ]


সরকারি নীতিমালার কারণে বাংলাদেশে এখন দিন দিন পাটের গুরুত্ব বাড়ছে। কৃষকরা দামও মোটামুটি ভাল পাচ্ছেন। যে কারণে পাটের আবাদও বাড়ছে। গত বছরের চেয়ে এবার কেবল কিশোরগঞ্জে ৪ হাজার ৫০ হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। এ বছর কিশোরগঞ্জের সর্বত্রই পাটের বাম্পার ফলন পেয়ে কৃষকেরাও বেশ খুশি। কৃষি বিভাগও পাটের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী।

পাটের গুরুত্ব বৃদ্ধির কথা চিন্তা করে সরকার আগে ৬টি পণ্যের ক্ষেত্রে পাটের মোড়ক বা বস্তা ব্যবহার বাধ্যতামূলক করেছিল। এখন আরো ১১টি পণ্য বাড়িয়েছে। ফলে এখন মোট ১৭টি পণ্যের ক্ষেত্রে পাটের মোড়ক বা বস্তা ব্যবহার বাধ্যতামূলক। আর পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করার জন্য ভ্রাম্যমান আদালতও কাজ করছে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীলসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বেশ কিছু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছেন এবং এক্ষেত্রে সচেতন থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেছেন, তাগিদ দিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, কিশোরগঞ্জে গতবছর মোট ১৬ হাজার ৮শ’ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল। আর উৎপাদন হয়েছিল এক লাখ ৫৩ হাজার ৩০৮ বেল পাট। এ বছর জেলায় মোট ২০ হাজার ৮৫০ হেক্টর হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আর ১৬ হাজার ৮শ’ বেল পাট উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে। উপ-পরিচালক জানান, এবার অনুকূল আবহাওয়ার কারণে জেলার সর্বত্রই পাটের বাম্পার ফলন হয়েছে। এখন বাজারে পাটের মণ দেড় হাজার থেকে ১৬শ’ টাকা। তবে কিছুদিন পর দাম আরো বাড়বে বলে তিনি ধারণা দেন। পাশাপাশি উচ্চ মাত্রার দাহ্য ক্ষমতাসম্পন্ন মূল্যবান জ্বালানী হিসেবে পাটশোলাও পাওয়া যাচ্ছে। এগুলির বাজারমূল্যও বেশ ভাল।

নীচু এলাকার পাট কাটা হয়ে গেলেও উঁচু এলাকার পাটগুলো এখনো কাটা হচ্ছে। কোন কোন এলাকার কৃষকেরা শুকনো পাট বিক্রির জন্য বাজারে তুলছেন। আবার কোন কোন এলাকায় এখনো কৃষকেরা শ্রমিক লাগিয়ে পঁচা পাটের আঁশ ছাড়াচ্ছেন।

কটিয়াদী উপজেলার ধুলদিয়া-সহশ্রাম ইউনিয়নের নোয়াবাদ গ্রামে গিয়ে দেখা গেছে, বেশ কিছু পুরুষ ও নারী শ্রমিক পারিশ্রমিকের বিনিময়ে পানি থেকে জাগের পঁচা পাটের আটি তুলে আঁশ ছাড়াচ্ছেন। বকুলা বেগম, উমৃতা, রাবিয়া, সুনাম উদ্দিন, বাছির মিয়া ও সবুজ মিয়া জানান, তারা অন্যের জমির পাটের আঁশ ছাড়িয়ে দিচ্ছেন। ২০টি আটির আঁশ ছাড়িয়ে দিতে পারলে ৮০ টাকা পাওয়া যাবে।

নিকলীতে গিয়ে দেখা গেছে, পুড্ডা বাজারের পাশে রুদার গাঙের দীর্ঘ সেতুর দুই পাশের রেলিংয়ে কৃষকেরা পাট ছড়িয়ে ঝুলিয়ে রেখেছেন শুকানোর জন্য। আবার বিকালে শুকনো পাট ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছেন। নিকলীর বেড়িবাঁধ এবং উপজেলার বিভিন্ন সেতুর রেলিংয়ে এভাবেই সারিবদ্ধভাবে পাট শুকানো হচ্ছে। সারি সারি পাটশোলাও শুকাতে দেয়া হয়েছে। এক সময়ের পাটের জন্য বিখ্যাত কিশোরগঞ্জ জেলায় আবারো সোনালী দিন ফিরে আসছে বলে অনেকেই মন্তব্য করেছেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com