www.kishoreganjnews.com

পাকুন্দিয়ায় সততা স্টোর উদ্বোধন



[ সাখাওয়াত হোসেন হৃদয় | ১৮ জুলাই ২০১৭, মঙ্গলবার, ৫:৪১ | শিক্ষা ]


পাকুন্দিয়ার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করেছে দুর্নীতি দমন কমিশন। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর দু’টি চালু করা হয়।

মঙ্গলবার দুপুরে এ উপলক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। তিনি ফিতা কেটে সততা স্টোরের কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম.এ রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, দুদক ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মেদ, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান প্রমুখ বক্তৃতা করেন।

এতে উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ, পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, দুদক ময়মনসিংহ অঞ্চলের সহকারি পরিচালক নূরে আলম সিদ্দিক, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com