www.kishoreganjnews.com

স্কুলের টাকা আত্মসাতের অভিযোগ

কিশোরগঞ্জে প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন



[ স্টাফ রিপোর্টার | ১৯ জুলাই ২০১৭, বুধবার, ১০:১৫ | শিক্ষা ]


চেক জালিয়াতির মাধ্যমে বিদ্যলয়ের টাকা আত্মসাত ও প্রয়াত মুক্তিযোদ্ধার অবমানননার অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন জাহানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন বগাদিয়া তালতলা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচীতে বিদ্যালয়ের বিপুল সংখ্যক অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

এতে জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ মোস্তফা মানিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক ডা. মু. সিদ্দিক হোসাইন, বিন্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মু. মাহতাব উদ্দিন হোসেন প্রমুখ বক্তৃতা করেন ।

বক্তারা জানান, বিন্নগাঁও সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন জাহান ট্রাস্ট ব্যাংক, কিশোরগঞ্জ শাখায় স্কুল ফান্ডের টাকা চেক জালিয়াতির মাধ্যমে মোট ৮৪ হাজার চারশ’ টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যপারে ২০১৫ সালের ৯ই সেপ্টেম্বর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ করা হলেও অদ্যাবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রয়াত কমান্ডার অ্যাডভোকেট মতিউর রহমানের পূর্বঘোষিত জানাযার নামাজ স্কুল মাঠে আয়োজন করতে দেননি।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত প্রধান শিক্ষিকা নাজনীন জাহানের অপসারণের দাবি জানান।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com