www.kishoreganjnews.com

কিশোরগঞ্জের যেসব কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি



[ স্টাফ রিপোর্টার | ২৩ জুলাই ২০১৭, রবিবার, ৮:১৭ | শিক্ষা ]


কিশোরগঞ্জের জিপিএ-৫ শুণ্য কলেজগুলোর মধ্যে জেলা শহরের ওয়ালীনেওয়াজ কলেজের ১২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪১জন পাশ করেছে, যা শতকরা ৫৩ ভাগ। হাজী মোমতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪ জন, যা শতকরা ৫৬ ভাগ। জিয়াউদ্দিন স্কুল এন্ড কলেজের ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১ জন, যা শতকরা প্রায় ২৬ ভাগ। আরএস আইডিয়েল কলেজের ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩৪জন, যা শতকরা ৬৬ ভাগ। কিশোরগঞ্জ রেসিডেন্সিয়াল কলেজের ৩৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৮জন, যা শতকরা প্রায় ৭৪ভাগ। লে. কর্নেল (অব.) করিম ভূঁইয়া কলেজের ৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ জন, যা শতকরা প্রায় ১৩ ভাগ। সামিয়া আশরাফ মডেল কলেজের ৭০জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১ জন, যা শতকরা প্রায় ১৬ ভাগ। কিশোরগঞ্জ সিটি কলেজের ৩৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯জন, যা শতকরা প্রায় ৫৬ভাগ। রফিকুল ইসলাম কলেজের ৮৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬১জন, যা শতকরা ৬৯ভাগ। তাসলিমা মেমোরিয়াল কলেজের ১০৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৬জন, যা শতকরা ৭১ভাগ। কিশোরগঞ্জ মডেল কলেজের ২৪৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৩জন, যা শতকরা ৩৮ভাগ।

হোসেনপুর আদর্শ মহিলা কলেজের ৩০১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৫জন, যা শতকরা প্রায় ৩৫ভাগ। নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের ৪৯১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৮৩জন, যা শতকরা প্রায় ৫৮ভাগ। হোসেনপুর কলেজের ৩৩৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২১৫জন, যা শতকরা প্রায় ৬৪ভাগ। ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের ৪০১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৮১জন, যা শতকরা ৭০ভাগ। জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের ২১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫জন, যা শতকরা ৭১ভাগ। জিল্লুর রহমান মহিলা কলেজের ৬৯২জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৯৭জন, যা শতকরা ৫৭ভাগ। শহীদুল্লাহ কায়সার কলেজের ১৩৬জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৮জন, যা শতকরা প্রায় ২১ভাগ। অষ্টগ্রাম রোটারী কলেজের ২৫৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৬জন, যা শতকরা ৬০ভাগ। দামিহা উদয়ন কলেজের ১০১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫জন, যা শতকরা প্রায় ১৫ভাগ। তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের ৬৮৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১৬জন, যা শতকরা প্রায় ৬১ভাগ। হাজী আবদুল বারী মাস্টার কলেজের ৭৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩২জন, যা শতকরা প্রায় ৪৩ভাগ। জঙ্গলবাড়ি মহিলা কলেজের ২৩৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৯জন, যা শতকরা ৪৬ভাগ। বাজিতপুর হাজী অ্যাডভোকেট ওসমান গণি মডেল কলেজের ১০৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৪জন, যা শতকরা প্রায় ৭৯ভাগ। কুলিয়ারচর কলেজের ৩৯৬জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩০জন, যা শতকরা ৫৮ভাগ। বাজিতপুর রাজ্জাকুন্নেসা পাইলট গার্লস হাই স্কুল এন্ড কলেজের ৮৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯জন, যা শতকরা ৭৮ভাগ। জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪জন, যা শতকরা ৪৫ভাগ। মঠখলা হাজী জাফর আলী কলেজের ২৭৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭৫জন, যা শতকরা ৬৪ভাগ। পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের ১৫৮জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৭জন, যা শতকরা ৭৪ভাগ। হোসেন্দী আদর্শ কলেজের ১৮৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২৮জন, যা শতকরা ৬৯ভাগ। চরটেকি গার্লস স্কুল এন্ড কলেজের ৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩জন, যা শতকরা ৭৫ভাগ। শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৩জন, যা শতকরা প্রায় ৭২ভাগ। গচিহাটা কলেজের ২৭৬জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯১জন, যা শতকরা প্রায় ৩৩ভাগ। কটিয়াদী কলেজের ৭৬৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৯৮জন, যা শতকরা ৫২ভাগ। কটিয়াদীর ডা. আবদুল মান্নান মহিলা কলেজের ২৭২জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২৪জন, যা শতকরা প্রায় ৪৬ভাগ। তাহেরা নূর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৪৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪জন, যা শতকরা প্রায় ৩৩ভাগ। চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১৪২জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৩জন, যা শতকরা ৩০ভাগ। বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজের ২২জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০জন, যা শতকরা ৪৫ভাগ।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com