www.kishoreganjnews.com

কিশোরগঞ্জে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন



[ স্টাফ রিপোর্টার | ২৪ জুলাই ২০১৭, সোমবার, ১:১৩ | শিক্ষা ]


অবসর কল্যাণের নামে বর্ধিত চাঁদা কর্তনের গেজেট প্রত্যাহার, ৫ ভাগ ইনক্রিমেন্ট প্রদান, বকেয়া বৈশাখি ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, নন এমপিও শিক্ষকদের এমপিও করাসহ চাকুরি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ মানববন্ধন করেছে। সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের কালিবাড়ি সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ঐকজোট জেলা শাখার সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোকাররম হোসেন শুকরানা, কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি এএসএম আজিজুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি রাবিয়া আক্তার খাতুন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, আব্দুল হান্নান, আব্দুল বাতেন ফারুকী, আব্দুল হামিদ ফকির, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক  মো. গোলাম ফারুক, কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি মাহবুবুল আলম, মোজাম্মেল হক, আব্দুল হাকিম, আবুল হোসেন, রেদওয়ান আহমেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সভাপতি মো. ছফির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, কলেজ শিক্ষক সমিতির যুগ্মসম্পাদক মিজানুর রহমান সুমন ও মাসুদ রানা, বাজিতপুর উপজেলা শাখার সভাপতি মো. বজলুর রহমান, শিক্ষক নেতা হরিপদ দাস, তাড়াইল উপজেলা শাখার সভাপতি মো. সাইদুজ্জামান মোস্তফা, শিক্ষক নেতা মো. আবুল হোসেন, পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মো. উমর ফারুক, করিমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, শিক্ষক নেতা মো. আব্দুস সাত্তার, মো. আব্দুর রশিদ, আতিকুর রহমান, আতাউর রহমান, হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল-হোসেন, ইকবাল হোসেন, এমদাদুল হক, জহিরুল ইসলাম, নুসরাত পারভীন, রওশন আরা মমতাজ, মাকসুদা আক্তার, উম্মে কুলসুম প্রমুখ বক্তৃতা করেন।

কর্মসূচি পরিচালনা করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সাধারণ সম্পাদক একে ফজলুল হক।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com