কিশোরগঞ্জে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
অনুষ্ঠানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। এতে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৫৩ জন মেধাবী ও গরিব ছাত্র/ছাত্রীর মধ্যে চার লাখ টাকা শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।