‘বাড়ির আঙিনায় সবজি চাষ, খাব আমরা সারা মাস’ এই শ্লোগানে বাজিতপুরে বিষমুক্ত সবজি চাষ বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার কৈলাগ ইউনিয়নের নবুর বাড়ি গ্রামে পল্লী সমাজের উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ব্র্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় ক্যাম্পেইনে পল্লী সমাজের সদস্য ছাড়াও এলাকার সাধারণ নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে উপসহকারি কৃষি কর্মকর্তা ফারুক আহম্মদ বিষমুক্ত সবজি চাষ বিষয়ে পরামর্শ দেন।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় ক্যাম্পেইনে ইউপি সদস্য মো. হামিদুল্লাহ, সংরক্ষিত নারী সদস্য মোছা. সাবিনা আক্তার, স্কুল শিক্ষক রফিক মিয়া, ইউপি সচিব ধনু রঞ্জন বণিক আলোচনায় অংশ নেন।