বাজিতপুরে তিন দিনব্যাপী ফলজ বৃক্ষমেলা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে এই বৃক্ষমেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম, উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি ও উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফলজ বৃক্ষমেলায় মোট ১১টি স্টল দেয়া হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম, উপজেলা নির্বাহী অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা কৃষি কর্মকর্তা এম রকিবুল হাসান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির ভূইয়া প্রমুখ বক্তৃতা করেন।