www.kishoreganjnews.com

ছড়া

জলে ভাসা পদ্ম[ সুবীর বসাক | ২৭ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ৯:০৯ | সাহিত্য ]


চিটাগাং ডুবে আর
এই ভাসে জলে
জলে ভাসা পদ্ম যে
লোকে তাই বলে।

জোয়ারের পানি যেই
আসে তেড়ে তেড়ে
লোকজন চলে যায়
লোকালয় ছেড়ে।

পানি করে থই থই
পথ-ঘাট ঘরে
ভাটা এলে সেই পানি
যায় কোথা সরে।

চারিদিকে উত্তাল
ঢেউয়ের মেলা
ডোবা আর ভাসানোর
চলে এই খেলা।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com