www.kishoreganjnews.com

কবিতা

সময়বন্দী



[ আহমেদ তানভীর | ৭ আগস্ট ২০১৭, সোমবার, ১২:৪৫ | সাহিত্য ]


বিজ্ঞাপনের বিলবোর্ডে তার ভুবনমাতানো হাসি,
পণ্যের চেয়ে সেই বেশি গণ্য-
তার অস্তিত্বের কাছে বুঝি সবই নগণ্য!
বিধ্বস্ত যুবকের নীরব ফুসফুসে জমে জমে ওঠে-
কিছুটা নরম আদুরে বাতাস!
ছেঁড়া স্যান্ডেলের কথা বেমালুম ভুলে যায়-
তার অস্থির পায়ের পাতা অথবা বাউল-মন।

পিঠের ঝোলায় জমে জমে ওঠে-
সারি সারি নাগরিক কবিতার ভিড়;
এখানে কেউ কারো নয়,
এখানে জীবন চিনে নিতে হয়!
ফিল্টার করা দু’গেলাস জল-
অমৃত নাকি গরল, বুঝে না বিভ্রান্ত যুবক।
চোখে তার অপার বিস্ময়,
আহা- বিলবোর্ডের মায়াবি নায়িকা!

দুঃখ বুঝে না লোকাল বাসের আধভাঙা জানালা,
হেসে হেসে বলে যায় গোপন চিকিৎসার ভাওতাবাজি।
যুবকের ক্লান্ত হৃদপিণ্ডে খেলা করে-
কোনো এক নাগরিক সন্ন্যাসীর ধ্যান!
পকেটমারের নীরব নৈপুণ্যে হঠাৎ খসে যায়-
ব্যাকপকেটের স্বাস্থ্যহীন মানিব্যাগ।
সময় লাগে না ভুলে যেতে আড়াই কুড়ির শোক!
তখনও চোখাচোখি হয় নায়িকার সাথে,
বিলবোর্ডে প্রাণ খুঁজে যুবকের সন্ন্যাসী-চোখ!

 

# আহমেদ তানভীর, সম্পাদক, সাহিত্যকাগজ ‘ৎ’



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com