কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন ঝুমুুর রাণী সরকার। তিনি সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচনী বোর্ডের সভায় তাঁকে সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
বীরদামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুমুর রাণী সরকার ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ ও বিএড ডিগ্রী অর্জন করে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের পাঠদান ছাড়াও বিদ্যালয় এলাকায় অভিভাবকদের মাঝে সামাজিক বিভিন্ন ইস্যুতে যেমন বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, স্বাস্থ্য, শিক্ষা, শিশু অধিকারসহ বিদ্যালয় থেকে ঝড়ে পড়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও একদল দক্ষ সহকর্মী নিয়ে তিনি বিদ্যালয়ের সুনাম বৃদ্ধির জন্য আরো নিবেদিত হবেন বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।