www.kishoreganjnews.com

বন্যাপ্রবণ এলাকার ভরসা ভাসমান বীজতলা



[ মোস্তফা কামাল | ১২ আগস্ট ২০১৭, শনিবার, ১১:৪৬ | কৃষি ]


সাগর উপকূলের ব-দ্বীপ অঞ্চল হবার কারণে বাংলাদেশ একটি বন্যাপ্রবণ ভূখণ্ড। এখানে একদিকে উজানের ঢলের পানি, অন্যদিকে অতিবৃষ্টিজনিত কারণে প্রায়ই অকাল বন্যা, বিলম্বিত বন্যা, আর জলাবদ্ধতার জন্য ফসল তলিয়ে যায়। আবার বন্যা বা জলাবদ্ধতার কারণে সময়মত যেমন ফসল ফলানো যায় না, আবার ধানের বীজতলা তৈরি করার মত শুকনো জায়গাও অবশিষ্ট থাকে না। বিশেষ করে রোপা আমন মৌসুমে বীজতলা তৈরি করতে না পেরে প্রায়ই কৃষকদেরকে চারা সঙ্কটে ভুগতে হয়। তখন হয় বিলম্বে বীজতলা তৈরি করতে হয়, অথবা অন্য এলাকা থেকে চড়া দামে চারা কিনে আনতে হয়। এসব চারা আবার সবসময় মানসম্মত হয় না, চারার বয়স পেরিয়ে যায়, চারা রোপনের সময়ও পিছিয়ে যায়। আর এই সমস্যা মাথায় রেখেই এবছর কৃষি মন্ত্রণালয় সারা দেশের নীচু এলাকায় রোপা আমনের ভাসমান বীজতলা তৈরির উদ্যোগ নিয়ে অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

কিশোরগঞ্জের কয়েকটি উপজেলায় এবার ভাসমান বীজতলা তৈরি করে সাফল্য পাওয়া গেছে। ৬৭ জন কৃষক মোট ১৪৬টি ভাসমান বীজতলা তৈরি করেছেন। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য ড. এসএম নাজমুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) চৈতন্য কুমার দাস, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মুঈদ ও ভাসমান সবজি উৎপাদন প্রকল্পের পরিচালক মাইনুল ইসলাম পাটোয়ারি গত বুধবার কটিয়াদী উপজেলার জালালপুর, লোহাজুড়ি ও মানিকখালী ব্লক, বাজিতপুর উপজেলার উত্তর পিরিজপুর ব্লক এবং সদর উপজেলার মহিনন্দ ব্লকের অর্ধশতাধিক ভাসমান বীজতলা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলামও তাদের সঙ্গে ছিলেন।

কিশোরগঞ্জের অনেক নীচু এলাকা রয়েছে, যেখানে বর্ষার পানি নেমে যাবার পর রোপা আমনের চাষ করতে হয়। কিন্তু এসব এলাকার বর্ষার পানি নামতে বেশ বিলম্ব হয়। আবার এসব এলাকায় বীজতলা তৈরির পর্যাপ্ত উঁচু জায়গারও সঙ্কট রয়েছে। যে কারণে প্রায়ই এসব এলাকায় আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হন। এসব এলাকার জন্যই এবার থেকে ভাসমান বীজতলা তৈরির উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ব্লকের কৃষক ময়েজ উদ্দিন, কটিয়াদী উপজেলার মানিকখালী ব্লকের কৃষক মল্লিক মিয়া ও জালালপুর ব্লকের কৃষক দীন ইসলাম এবং বাজিতপুর উপজেলার উত্তর পিরিজপুর ব্লকের কৃষক মুছা মিয়াসহ এ জেলার ৬৭ জন কৃষক মোট ১৪৬ টি ভাসমান বীজতলা তৈরি করেছেন। কোন কোন কৃষক একাধিক বীজতলা তৈরি করেছেন। প্রতিটি বীজতলার চারা এক বিঘা (৩৫ শতাংশ) জমিতে রোপন করা যাবে। এসব ভাসমান বীজতলায় ‘বিনা-৭’ এবং ‘ব্রিধান-২২’ জাতের ধানের চারা উৎপাদন করা হয়েছে। তবে ‘বিনা-৭’ ধানের বীজতলাই বেশি। একটি বীজতলা (বেড) দৈর্ঘ্যে ১৫ মিটার, প্রস্থে দেড় মিটার। কচুরিপানা দিয়ে এসব বীজতলা তৈরি করা হয়। এসব বীজতলার চারা বেশ হৃষ্টপুষ্ট হয়। এই বীজতলায় কোন আলাদা সার ও কীটনাশক প্রয়োগ করতে হয় না, সেচও দিতে হয় না। ফলে এ ধরনের বীজতলা কৃষকদের জন্য অনেক সাশ্রয়ী। এসব বীজতলার অল্প বয়সের চারা জমিতে রোপন করলে ফলনও ভাল হয় বলে কর্মকর্তাগণ জানিয়েছেন।

আর এসব বীজতলার বহুমুখি ব্যবহার রয়েছে। আমনের চারাগুলো তুলে নেয়ার পর এসব ভাসমান বীজতলা হয়ে যাবে ভাসমান সবজি বাগান। আবার শুকনো মৌসুমে এসব বীজতলা ভেঙে এর পঁচা কচুরিপানা জৈব সার হিসেবে অন্যান্য ফসলের জমিতে প্রয়োগ করা যাবে। ঢাকা থেকে আসা কর্মকর্তাগণ কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন। তারা বলেছেন, কৃষিতে যেমন সমস্যা আছে, এর সমাধানের জন্য সরকার নতুন নতুন প্রযুক্তিও সরবরাহ করছে। ভাসমান বীজতলা এরকমই একটি সহজ ও নতুন প্রযুক্তি। কৃষকদেরকে বন্যা সঙ্কট মোকাবেলায় ভাসমান বীজতলা তৈরির ক্ষেত্রে কর্মকর্তাগণ উৎসাহিত করেন এবং যারা এবার বীজতলা তৈরি করেছেন, তাদের ভুয়সী প্রশংসা করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, কৃষি সম্প্রসারণের প্রধান কার্যালয় থেকে এবার কিশোরগঞ্জে ৩০টি ভাসমান বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা দিয়েছিল। কিন্তু স্থানীয় কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণের ফলে ৬৭ জন কৃষক মোট ১৪৬টি ভাসমান বীজতলা তৈরি করেছেন। এবছর কিশোরগঞ্জে মোট ৮১ হাজার ৮৬২ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ধান ৪৫০ হেক্টর, উফশী ধান ৭৩ হাজার ৭৯৪ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ৭ হাজার ৬১৮ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯৯৬ মেট্রিকটন। ভাসমান বীজতলা তৈরির যে প্রচলন এবার থেকে শুরু হয়েছে, এই প্রযুক্তি যদি সকল কৃষকের মধ্যে ছড়িয়ে দেয়া যায়, তাহলে আগামীতে বন্যার কারণে আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জন কখনো বিঘিœত হবে না বলে উপ-পরিচালক শফিকুল ইসলাম মনে করেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com