www.kishoreganjnews.com

কটিয়াদীতে জেলার বৃহত্তম কলার হাট



[ মোস্তফা কামাল | ১৩ আগস্ট ২০১৭, রবিবার, ৬:৫৩ | কৃষি ]


কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে বসে জেলার বৃহত্তম জমজমাট কলার হাট। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন উপজেলা সদরে স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের মসজিদ চত্বর আর পার্শ্ববর্তী রাস্তা জুড়ে বসে এই কলার হাট। বিভিন্ন গ্রাম থেকে লোকজন এক বা একাধিক কলার কাঁচা ছড়া বা ছড়ি রিক্সা বা ভ্যানে চাপিয়ে নিয়ে আসেন এই হাটে। প্রতি হাটে কয়েক হাজার ছড়া ওঠে এই হাটে। আর এসব ছড়া আনুমানিক ১০ লক্ষাধিক টাকায় বিক্রি হয় বলে জানা গেছে। বিভিন্ন এলাকার পাইকাররা দরদাম করে ট্রাক বা পিকআপে ভরে এসব ছড়া নিয়ে যান রাজধানী ঢাকাসহ বিভিন্ন বড় বড় শহরে। গত বৃহস্পতিবার কটিয়াদী বাজারের ওই কলার হাটে গিয়ে এরকম দৃশ্যই দেখা গেছে।

এক সময় কিশোরগঞ্জে সাগর কলা ছাড়া আর সব জাতের কলাই উৎপাদন হতো। তবে বাগানের প্রচলন ছিল না। আর সাগর কলার চাষ স্থানীয়ভাবে হতো না। আর তখন ঢাকা থেকে আসার পথে কিশোরগঞ্জের মানুষজন সখ করে খাওয়ার জন্য নরসিংদী থেকে নিয়ে আসতো সুগন্ধী ও সুস্বাদু সাগর কলা। কিন্তু কয়েক বছর ধরে এখন কিশোরগঞ্জের কটিয়াদী, হোসেনপুর, পাকুন্দিয়া, করিমগঞ্জ, বাজিতপুর ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় সাগর কলা এবং সবরি কলার বাগান করা হচ্ছে। তবে এসব বাগানের কলা আশপাশের হাটে খুচরা ছড়া হিসেবে বিক্রি হয় না। পাইকাররা বাগান থেকেই সমুদয় বাগানের ছড়াগুলো কিনে নিয়ে যান।

আর কটিয়াদী বাজারের কলার হাটে যে হাজার হাজার কলার ছড়া বিক্রি হয়, এগুলো আসলে বাগানের কলা নয়। এসব ছড়া মূলত বিভিন্ন গ্রামের কৃষকসহ নানা শ্রেণীর লোকজন বিক্রি করতে নিয়ে আসেন। গ্রামবাসী বাড়ির আঙিনায়, বাড়ির ধারে, রাস্তার ধারে আর পুকুর পাড়ে কয়েকটি করে সুগন্ধি বর্তমান কলা, সবরি কলা, চাঁপা কলা, নেহালিয়া কলা, গ্যারা কলা, বিচি কলা, পরা কলা, কাঁচা কলাসহ স্থানীয় জাতের বিভিন্ন কলার গাছ লাগিয়ে রাখেন। এসব গাছের ছড়াই মূলত বিক্রির জন্য কলার হাটে নিয়ে আসা হয়।

প্রতি বৃহস্পতিবার হাটের দিন কেবল কটিয়াদী উপজেলার নয়, পার্শ্ববর্তী পাকুন্দিয়া, বাজিতপুর, কুলিয়ারচর, সদর উপজেলা এবং সীমানা ঘেঁষা নরসিংদীর মনোহরদি উপজেলা থেকেও কটিয়াদীর কলার হাটে লোকজন কলার ছড়া নিয়ে আসেন। এসব ছড়া পাইকাররা কিনে নিয়ে রাজধানীসহ বিভিন্ন শহরে সরবরাহ করেন। তবে কটিয়াদী ছাড়াও জেলা সদরসহ অন্যান্য উপজেলার হাটগুলোতেও কলার ছড়ার আলাদা মহাল রয়েছে। কোথাও কোথাও কলার আড়তও রয়েছে। সেখানেও বিভিন্ন জাতের কলার প্রচুর ছড়া বিক্রি হয়।

এছাড়া গ্রামের বিভিন্ন হাটেও গ্রামবাসী হালি হিসেবে পাকানো কলা বিক্রি করে থাকেন। আর এসব কলা দিয়েই মানুষের নানা প্রকার ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হয়ে থাকে। এছাড়া কলার ছড়ায় মোচা থেকে কলা উৎপাদন শেষ হবার পর মোচাগুলো পারিবারিকভাবে খাওয়া হয়। আবার কিছু মোচা বাজারে বিক্রিও হয়। এমনকি এসব মোচা রাজধানীসহ বিভিন্ন শহরেও চালান করা হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com