www.kishoreganjnews.com

নিকলীতে বিদ্যালয়ে হামলা, দপ্তরী আহত



[ স্টাফ রিপোর্টার | ১৩ আগস্ট ২০১৭, রবিবার, ৮:০৩ | শিক্ষা ]


স্কুল অব আর্ট নিকলী নামের একটি কিন্ডারগার্টেন ও ললিতকলা একাডেমীর ফটক ভেঙ্গে একদল বখাটে হামলা চালিয়েছে। হামলায় প্রতিষ্ঠানটির দপ্তরী বাচ্চু সরকার (৫২) রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে নিকলী থানায় ৫ জনের নাম ও অজ্ঞাত একজনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক খাইরুল মোমেন স্বপন।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শনিবার বিকালে নিকলী উপজেলা সদরের শহীদ বুদ্ধিজীবি আ. মান্নানের বাড়িতে প্রতিষ্ঠিত স্কুল অব আর্ট কিন্ডারগার্টেন ও ললিতকলা একাডেমীর মূল ফটক তালাবদ্ধ করে দপ্তরী বাচ্চুসরকার প্রতিষ্ঠানের ভিতরে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় উঠতি বয়সী ৬ বখাটে মূল ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাচ্চু সরকারের কাছে চাঁদা দাবী করে।  চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বখাটেরা তাদের সাথে আনা লাঠি ও ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে বাচ্চু সরকারকে রক্তাক্ত আহত করে। ভয়ে বাচ্চু সরকার অফিস ঘরে ঢুকে দরজা লাগানোর চেষ্টা করলে বখাটের দল দরজা ভেঙ্গে অফিস ঘরে ঢুকে আসবাব ও কাগজপত্র তছনছ করে। সেখানেও বাচ্চু সরকারকে মারধোর করে বিদ্যালয়ে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। দৌড়ে রাস্তায় এসে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন বাচ্চু সরকারকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় স্কুল অব আর্ট নিকলীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক বিরাজ করছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com