তাড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে এতিম শিশুরা। উপজেলার দামিহা ইউনিয়নের মাগুরী মোহাম্মাদীয়া এতিমখানায় এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাদরাসাটির পক্ষ থেকে ব্যতিক্রমি এই আয়োজন করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাগুরী মোহাম্মাদীয়া এতিমখানায় ৫৪জন এতিম শিশু এই আয়োজনে অংশ নেয়। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেয়।
এতে অন্যদের মধ্যে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাগুরী মোহাম্মাদীয়া এতিমখানার সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, প্রতিষ্ঠানের প্রচার সম্পাদক এ.এইচ.এম.এ. কাদিরসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম.এম. রুহুল আমিন। আলোচনা ও দোয়া শেষে এতিম ও দুস্থ এসব শিক্ষার্থীদের মাঝে দুপুরের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।