১৫আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ঈশাখাঁ ইন্টার্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা, ডেপুটি রেজিষ্ট্রার চৌধুরী খায়রুল হাসান আরিফ, লাইব্রেরী সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নুরুল আমিন, আইন অনুষদের কো-অর্ডিনেটর মোহসিন উদ্দিন খান, মোস্তফা মোশাররফ হোসেন, বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যন ড. মানীষ ব্যানার্জী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান আল মুরসালিট সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সকল বিভাগ ও অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজী বিভাগের প্রভাষক বদরুল হুদা সোহেল।