উৎপাদিত পাটের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষোভে পাটে আগুন দিয়েছেন কটিয়াদীর এক কৃষক। ওই কৃষকের নাম ছাইদুর রহমান। বৃহস্পতিবার বিকালে কটিয়াদী বাজারে পাট বিক্রি করতে এসে তিনি এই কাণ্ড করেন।
পাটচাষী ছাইদুর রহমান বাজারে পাট বিক্রি করতে গিয়ে দেখেন, প্রতিমণ পাটের বাজারদর গত সপ্তাহের চেয়ে চার-পাঁচশত টাকা কমে গেছে। পাটের বাজার মন্দা হওয়ায় ব্যবসায়ীরাও পাট ক্রয় করছেন না। এ পরিস্থিতিতে ছাইদুর রহমান পাট বিক্রি না করতে পেরে আগুনে পুড়িয়ে দিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন।
পাট চাষী ছাইদুর রহমান জানান, প্রতিমণ পাট উৎপাদন করতে প্রায় হাজার টাকা খরচ পড়ে। অথচ বিক্রি করতে হচ্ছে নয়শ’ টাকায় । গত বছর তিনি প্রতিমণ পাটের দাম পেয়েছিলেন এক হাজার ছয়শ’ টাকা। সেখানে এবার দাম নয়শ’ থেকে একহাজার টাকা।
কটিয়াদী বাজার পাট ব্যবসায়ী সমিতির সভাপতি আশিষ কান্তি সাহা মানিক জানান, কটিয়াদী বাজার একটি বড় পাটের মোকাম, এখানে কোন সরকারি পাট ক্রয় কেন্দ্র নেই। ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে পাট ক্রয় করে বিক্রি করতে না পারায় ব্যবসায়ীরাও ক্রয় করতে হিমশিম খাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে কৃষক পাট চাষ ছেড়ে দিতে বাধ্য হবে।