www.kishoreganjnews.com

শিক্ষিকাকে ধর্ষণের প্রতিবাদে হোসেনপুরে স্মারকলিপি



[ উজ্জ্বল কুমার সরকার | ২৪ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার, ৯:০৩ | শিক্ষা ]


বরগুনা জেলার বেতাগী উপজেলায় শ্রেণিকক্ষে শিক্ষিকাকে গণধর্ষণের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হোসেনপুরে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছেন শিক্ষকেরা।

হোসেনপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের নিকট প্রধানমন্ত্রী বরাবরে দেয়া স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

এসময় হোসেনপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আতাউল বারী, শিক্ষক নেতা আলাউদ্দিন, মোহাম্মদ আরব আলী. মো. জালাল উদ্দিন, শফিকুল ইসলাম মন্টু, মাওলানা আব্দুস সালাম, বদরুল আলম, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান. তৌফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে এধরণের পাশবিক নির্যাতনের সুষ্ঠু বিচার ও দায়িদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com