www.kishoreganjnews.com

দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পে কিশোরগঞ্জের দুই আরএসএল



[ বিশেষ প্রতিনিধি | ২৫ আগস্ট ২০১৭, শুক্রবার, ৭:০২ | জাতীয় ]


সিলেটে চলছে পাঁচ দিনব্যাপী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প। সিলেট ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ২৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এই স্কাউট ক্যাম্প আয়োজন করা হয়েছে।

শুক্রবার রোভার স্কাউটের জাতীয় উপ-কমিশনার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোছা. নাজমানারা খানুম। এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মঞ্জুরুল আহসান বিপিএম, ইউনিসেফ বাংলাদেশ চ্যাপ্টারের প্রোগ্রাম স্পেশালিস্ট আনোয়ার হোসেন, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, রোভার স্কাউট কর্মকর্তা আহসাদুল মোকাদ্দিস প্রমুখ।

স্কাউট ক্যাম্পে দেশের ১৯টি জেলা থেকে ৬১ জন রোভার স্কাউট কর্মকর্তা, ২২৪ জন ছেলে রোভার স্কাউট, ৫১ জন মেয়ে রোভার স্কাউট ও ১৫ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন।

কিশোরগঞ্জ থেকে কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের রোভার স্কাউট লিডার (আরএসএল) সালমা হক ও হোসেনপুর ডিগ্রী কলেজের রোভার স্কাউট লিডার (আরএসএল) কামরুল আহসান এই স্কাউট ক্যাম্পে অংশ নিয়েছেন।

স্কাউট ক্যাম্পে রোভার স্কাউটদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com