www.kishoreganjnews.com

একলা চলার স্বভাব



[ আকিব শিকদার | ২৬ আগস্ট ২০১৭, শনিবার, ১১:২৫ | সাহিত্য ]


আকাশ দেখি জানালা খুলে-
অস্ত সূর্য ফিরোজা মেঘের পাশে।
    ক্লান্ত বিকেল কাটাই একলা বসে
    না ভোলা স্মৃতি খুঁজে বেড়াই চষে
ভাবনাগুলো উড়ে বেড়ায় পাখনা মেলে।

সন্ধ্যা নামে তারার সাথে-
খেজুরগাছটা দাঁড়িয়ে পুকুর ধারে
    চৈতি হাওয়ায় দোলে বারে বারে।
    বিরহী সুর বাজে বীণার তারে
খেকশিঁয়ালী, ডাহুক ডাকা নিঝুম রাতে।

চলতে জানি তোমায় ছাড়া-
বুঝলে না তো তুমি তোমার অভাব
    ভ্রান্তি ভুলে দেই যে সঠিক জবাব
    আমার ভীষণ একলা চলার স্বভাব
যেমন চলে পাহাড় চিরে ঝরনাধারা।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com