অঝর ধারায় বৃষ্টি ঝরছে
ঈদের এমন দিনে,
অপেক্ষাতে আছে সবাই
গরু, খাসি কিনে।
কুরবানি যে করবে পশু
আরও মনেরটাকে,
লোক দেখালে হবে না তো
কত হাজার, লাখে।
খোদা-খুশি করতে কুরবান
তবেই হবে কবুল,
সহি নিয়তে দিতে হবে
নইলে সবই ভুল।
পশুর গলা লাল-ই হবে
হবে না কুরবান,
ভুলভ্রান্তি ক্ষমার মালিক
আল্লাহ্ মহান।