www.kishoreganjnews.com

সরকার ও আওয়ামী লীগ দুর্গত মানুষের পাশে রয়েছে



[ কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ১৪ জুন ২০১৭, বুধবার, ৫:১৪ | জাতীয় ]


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার ও আওয়ামী লীগ দুর্গত মানুষের পাশে রয়েছে। পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা, ৫০০ বান্ডেল টিন ও ১০০ মেট্রিকটন চাল জরুরি সহায়তা হিসেবে দেওয়া হবে।

রাঙ্গামাটিতে পাহাড়ধসে বিপর্যয়ের ঘটনার পরদিন বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতু মন্ত্রী আরও বলেন, এটা প্রাকৃতিক বিপর্যয়। এখানে কোনো মানুষের হাত নেই। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে রাঙ্গামাটি এসেছেন জানিয়ে বলেন, আমরা সবার পাশে আছি। আপাতত নিহতদের পরিবারকে ৩০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

সকালে হেলিকপ্টারে করে রাঙ্গামাটি আসার পর মন্ত্রী মানিকছড়ি, শিমুলতলী ও হাসপাতাল এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও রাঙ্গামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান উপস্থিত ছিলেন। পাহাড়ধসে বিপর্যস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী জেলা প্রশাসন কার্যালয়ে সভা করে বেলা ১টার দিকে রাঙ্গামাটি ছেড়ে যান।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com