দেহ জীবিত নয় আত্মাই দেহের পরান
[ আব্দুল্লাহ আল মামুন | ৯ সেপ্টেম্বর ২০১৭, শনিবার, ৮:০১ | সাহিত্য ]
আমি পরাজিত নই, তুমিই পরাজিত
আমার পায়ের তলে সত্যের মাটি,
তুমিই মিথ্যার বেসাতিতে ভাসছো।
ভালো করে মনে রাখো-
ভালোবাসা লোভ নয়;
হৃদয়ের অনন্ত টান।
ফুল ফোটে সত্য তবে মাটি তার প্রাণ
দেহ জীবিত নয় আত্মাই দেহের পরান।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]