www.kishoreganjnews.com

কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন



[ স্টাফ রিপোর্টার | ১৪ জুন ২০১৭, বুধবার, ৮:৩৪ | কিশোরগঞ্জ ]


জেলার ভৈরবে যৌতুকের দাবিতে কল্পনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী মজলিশ মিয়া (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মোঃ আওলাদ হোসেন ভূঁইয়া এই রায় দেন। রায়ে স্বামী মজলিশ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মজলিশ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।

দণ্ডিত মজলিশ ভৈরবের চাঁনপুর গোপালপুর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে। ২০০৫ সালে যৌতুকের দাবিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শফিউজ্জামান শফি মামলাটি পরিচালনা করেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com