পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর মেয়র মো. আক্তারুজ্জামান খোকন।
বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভাপতি পদের নির্বাচনে সর্বোচ্চ ছয় ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। সভাপতি পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. সামসুদ্দোহা পেয়েছেন দুই ভোট। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
নির্বাচনে চারজন নির্বাচিত অভিভাবক সদস্য, একজন দাতা সদস্য ও তিনজন শিক্ষক প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে গত ১০ই জুন অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর পৌর মেয়র মো. আক্তারুজ্জামান খোকন বিদ্যালয় পরিচালনায় শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।