www.kishoreganjnews.com

মিথ্যাচার



[ সুবীর বসাক | ২০ সেপ্টেম্বর ২০১৭, বুধবার, ৫:৫৪ | সাহিত্য ]


মিথ্যাচার হয় কত প্রকার
এবং কী কী ধরন
বুঝতে পারি সু চি’র ভাষণ
করলে অনুসরণ।

দিনের আলোর মতোই সত্য
গোপন করে গেলেন
সেনাপ্রধান যাহা বলেন
সেই দিকেতে হেলেন।

বলেন সেথা নৃশংসতার
নেই তো উদাহরণ
রিফিউজি কেউ থাকলে কোথাও
করতে রাজি বরণ।

উটপাখির মতোই গুঁজেন
বালুতে মুখ হায় রে
ডাইনী বুড়ী পারবে না তো
এড়াতে তার দায় রে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com