মিথ্যাচার হয় কত প্রকার
এবং কী কী ধরন
বুঝতে পারি সু চি’র ভাষণ
করলে অনুসরণ।
দিনের আলোর মতোই সত্য
গোপন করে গেলেন
সেনাপ্রধান যাহা বলেন
সেই দিকেতে হেলেন।
বলেন সেথা নৃশংসতার
নেই তো উদাহরণ
রিফিউজি কেউ থাকলে কোথাও
করতে রাজি বরণ।
উটপাখির মতোই গুঁজেন
বালুতে মুখ হায় রে
ডাইনী বুড়ী পারবে না তো
এড়াতে তার দায় রে।