www.kishoreganjnews.com

নিকলীতে ৫শ’ বছরের ঐতিহ্যবাহি নৌকা বাইচ



[ খাইরুল মোমেন স্বপন, নিকলী | ২০ সেপ্টেম্বর ২০১৭, বুধবার, ৬:৪৬ | খেলা ]


নিকলীর সোয়াইজনী নদীতে প্রায় ৫শ’ বছরের ঐতিহ্যবাহি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের নতুন বাজার এ বছর এ বাইচের উদ্যোক্তা।

হাওরের দ্বারখ্যাত নিকলী উপজেলার নৌকা বাইচ প্রায় ৫ শ’ বছরের পুরনো। দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শতাধিক বাইচের নৌকার অংশ গ্রহনে এ বাইচ হয়ে থাকলেও এ বছর আগাম বন্যায় ফসলহানির কারণে মাত্র ১০ টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন উপজেলা সদরের গোবিন্দপুর গ্রামের আলী হোসেন মেম্বারের নৌকা ও তার দল। ২য় স্থান অধিকার করেন আয়োজক কমিটির আহবায়ক ও নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ এবং তৃতীয় স্থান অধিকারী গুরুই ইউনিয়নের তোতা মিয়ার নৌকা ও তার দল।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসাবে ফ্রিজ, রঙিন টিভি দল নেতাদের হাতে তুলে দেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com