পাকুন্দিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পাকুন্দিয়া কৃষি অফিসারের তত্ত্বাবধানে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী নূর হোসাইনী আলিম মাদরাসায় এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কয়েকশ’ কৃষক উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবুল কাশেম আকন্দ। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ফয়েজ উদ্দিন।
সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বাবু মিয়া প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা কৃষি ক্ষেত্রে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কাজের উপর আলোচনা করে কৃষকদের সমস্যা-সম্ভাবনার উপর বিশদ আলোচনা করেন।