মিয়ানমারের ডাইনী বুড়ী
হস্তে কুড়াল, ঘোরান ছুরি
মত্ত মানুষ মারার কাজে
বিবেকে মুখ লুকোয় লাজে।
শান্তিতে পান নোবেল তিনি
ডাইনীরূপে এখন চিনি
ধর্ষিতা হয় সেথায় নারী
সীমান্ত দেয় লাখ যে পাড়ি।
ভাষণ তো নয় মিথ্যে বুলি
অন্ধ তিনি - পরেন ঠুলি
সব ঘটনা তার তো জানা
চোখ থাকতে তিনি কানা।
সেনাপ্রধান বলেন যাহা
সেসব হলো মিথ্যে-ডাঁহা
তার সাথে দেন মিলিয়ে তালি
কুড়োন বিশ্ববাসীর গালি।