www.kishoreganjnews.com

ডাইনী বুড়ী[ সুবীর বসাক | ২১ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার, ৯:১৪ | সাহিত্য ]


মিয়ানমারের ডাইনী বুড়ী
হস্তে কুড়াল, ঘোরান ছুরি
মত্ত মানুষ মারার কাজে
বিবেকে মুখ লুকোয় লাজে।

শান্তিতে পান নোবেল তিনি
ডাইনীরূপে এখন চিনি
ধর্ষিতা হয় সেথায় নারী
সীমান্ত দেয় লাখ যে পাড়ি।

ভাষণ তো নয় মিথ্যে বুলি
অন্ধ তিনি - পরেন ঠুলি
সব ঘটনা তার তো জানা
চোখ থাকতে তিনি কানা।

সেনাপ্রধান বলেন যাহা
সেসব হলো মিথ্যে-ডাঁহা
তার সাথে দেন মিলিয়ে তালি
কুড়োন বিশ্ববাসীর গালি।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com