www.kishoreganjnews.com

ছড়া

লাশের ভারে পাহাড় কাঁদে[ সুবীর বসাক | ১৬ জুন ২০১৭, শুক্রবার, ১১:৩০ | সাহিত্য ]


লাশের ভারে পাহাড় কাঁদে
কাঁদে স্বজনহারা
এমনি করে যায় যে কতো
প্রতিবছর মারা।

ঝুঁকি নিয়েই বসত গড়ে
পাহাড় পাদদেশে
মাটি কাটার ফলেই তারা
লাশ হয় যে শেষে।

খাড়া পাহাড় বেয়ে যেইনা
নামে পানির তোড়
নরম মাটি ধসে পড়েই
দেয় জীবিত গোর।

আর যেন না পাহাড়ে কেউ
হয় যে কভু লাশ
সবার আগে নিরাপদ যে
করুন বসবাস।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com