www.kishoreganjnews.com

হোসেনপুরে কান্না থামছে না ফসলহারা কৃষকের



[ উজ্জ্বল কুমার সরকার | ৩ অক্টোবর ২০১৭, মঙ্গলবার, ৮:০৮ | কৃষি ]


হোসেনপুর উপজেলায় এবারের অতি বৃষ্টি ও বন্যায় শত শত হেক্টর আমন ধানের ফসল নষ্ট হয়েছে। অতি বৃষ্টির কারণে তিনবার আমন ধান রোপন করেও শেষ রক্ষায় হয়নি কৃষকের। উপজেলার বেশী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো, বিলচাতল, পানান, তারাপাশা, পুমদী ও বাঘারীরচর। ফসল নষ্ট হওয়ায় এসব এলাকায় কৃষকের কান্না থামছে না।

গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ মাধখলা গ্রামের কৃষক আ. বারিক খান জানান, বিলচাতল বিলে তার ২ একর আমন ধানের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকার বেশ কয়েকজন কৃষকরা জানান, ক্ষতিপূরণ বাবদ কোন আর্থিক সুবিধা এখনো তারা পাননি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস জানান, এ বছরে ৮ হাজার ৫ শত হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়েছে। এর মধ্যে বন্যা ও অতি বৃষ্টিতে ৩ শত ৫০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com