www.kishoreganjnews.com

করিমগঞ্জে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সুধন



[ স্টাফ রিপোর্টার | ৭ অক্টোবর ২০১৭, শনিবার, ২:৪৩ | রাজনীতি ]


করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সামছুল আলম সুধন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের প্রার্থী হিসেবে মো. সামছুল আলম সুধনকে মনোনয়ন দিয়েছেন। শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা চেয়ারম্যান পদে মো. সামছুল আলম সুধনকে মনোনয়ন দিয়ে দলের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার দলীয় প্রার্থী বাছাইয়ে কিশোরগঞ্জে অনুষ্ঠিত ভোটাভুটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে তৃণমূলের সমর্থন পান পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সামছুল আলম সুধন। তিনি করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আগামী ৪নভেম্বর উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ৮ই অক্টোবর মনোনয়নপত্র দাখিল এবং ১০ই অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এছাড়া ১৭ই অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

উল্লেখ্য, বিএনপি থেকে নির্বাচিত করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি ও সহকর্মীদের সাথে অশালীন আচরণসহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান ও উপজেলা মোট ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনাস্থা প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে এবং এ বিষয়ে গোপন ব্যালটে সুমনের বিপক্ষে ১৩ টি ও পক্ষে একটি ভোট পড়ে। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এবং উপজেলা পরিষদ সংশোধনী আইন-২০১১ এর সংশ্লিষ্ট ধারায় তাকে এ বছরের ২৩ মে তাকে অপসারণ করে পদটি শূণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

তবে অপসারিত চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি তার অপসারণ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিটপিটিশন করেছেন। উচ্চ আদালত থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশে নিষেধাজ্ঞা এবং কারণ দর্শানেরা আদেশ দেন। কিন্তু রিটটি নিষ্পত্তির অপেক্ষায় থাকলেও তার পদ শূণ্য এবং উপনির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে উচ্চ আদালতের আদেশ অমান্য করা হয়েছে। এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিচ্ছেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com