চাঁদকে আমি ভালোবাসি
চাঁদটা কি তা জানে?
তোমায় আমি চাঁদ ভেবেছি
বলছি তোমার কানে।
তুমি যখন জোছনা ছড়াও
ঝিলিক লাগে চোখে,
আমি ছাড়া বুঝবে কি আর
অন্য কোনো লোকে?
তোমার ভালোবাসার টানে
অবাক হয়েই থাকি,
একটু কাছে না পেলে যে
ব্যাকুল হয়ে ডাকি।
তোমার ভালোবাসা আমি
চাই যে প্রতিদিনই,
তোমার কাছে হয়েই আছি
ভালোবাসায় ঋণী।
গোলাপ আমিন, সম্পাদক, ছোটকাগজ অঙ্কুর।