ডিম নিয়ে ঘটে যায়
কাণ্ড যে লংকা
প্রতি পিস ডিম লাগে
শুধু তিন টংকা।
দাম শুনে অনেকেই
খুব ভেবে-চিন্তে
ঝুড়ি হাতে ছুটে চলে
যায় ডিম কিনতে।
মুহূর্তে হয়ে যায়
আয়োজন পণ্ড
গাড়ি ভাড়া জলে গেলো
লাগে টাকা দণ্ড।
ডিম নিতে এসে পেলো
অশ্বের আণ্ডা
সেই সাথে পেলো ফাউ
পুলিশের ডাণ্ডা।