www.kishoreganjnews.com

ডিমকাণ্ড[ সুবীর বসাক | ১৪ অক্টোবর ২০১৭, শনিবার, ৪:৪৭ | সাহিত্য ]


ডিম নিয়ে ঘটে যায়
কাণ্ড যে লংকা
প্রতি পিস ডিম লাগে
শুধু তিন টংকা।

দাম শুনে অনেকেই
খুব ভেবে-চিন্তে
ঝুড়ি হাতে ছুটে চলে
যায় ডিম কিনতে।

মুহূর্তে হয়ে যায়
আয়োজন পণ্ড
গাড়ি ভাড়া জলে গেলো
লাগে টাকা দণ্ড।

ডিম নিতে এসে পেলো
অশ্বের আণ্ডা
সেই সাথে পেলো ফাউ
পুলিশের ডাণ্ডা।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com