পাকুন্দিয়ায় মৎস্য চাষীদের মধ্যে মৎস্য চাষের উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঙাস, কার্প, গলদা কার্প ও ধান ক্ষেতে মৎস্য চাষীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষীদের মধ্যে এসব উপকরণ তুলে দেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাকো রাণী দেও, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, ক্ষেত্রসহকারী আরিফুল ইসলাম ও ইবনে সাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।