তরুণ-যুবা আজ মেতেছে
ব্লু হোয়েলের নেশায়
খুঁজলে পাবে অনেক তারা
আছে নানান পেশায়।
নেশার ঘোরে সময় কাটে
খেলে দিবস-রাত্রি
শেষ ধাপেতে এসে যে হয়
মরণ পথযাত্রী।
নীল তিমি যে হাতছানিতে
ডাকছে অহরহ যে
মুখ ফিরিয়ে নিতে তখন
পারছে নাতো সহজে।
বুঝতে তারা পারছেনা কেউ
হবেই বা কী করিতে
লাফিয়ে পড়ে ছাদ থেকে যে
কিংবা ঝোলে দড়িতে।