www.kishoreganjnews.com

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে হোসেনপুর চ্যাম্পিয়ন[ স্টাফ রিপোর্টার | ১৮ অক্টোবর ২০১৭, বুধবার, ৯:২৫ | খেলা ]


কিশোরগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে হোসেনপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার পানান সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইব্রেকারে ৪-২ গোলে কটিয়াদী উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হওয়ায় খেলাটি  ট্রাইব্রেকারে গড়ায়।

বুধবার জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এতে বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরপ্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com