পাকুন্দিয়ায় সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করেন।
এ সময় সহায়তা হিসেবে উপজেলার এক হাজার ৫০জন কৃষকের মধ্যে এক কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ২০ কেজি করে ভিওপি সার বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে ইউএনও অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পৌরমেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন ও উপজেলা কৃষি কর্মকর্তা গৌর গোবিন্দ দাশ।