www.kishoreganjnews.com

হোসেনপুরে গ্রামবাংলার ঐতিহ্য সাঁতার প্রতিযোগিতা



[ উজ্জ্বল কুমার সরকার | ১৯ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার, ৬:২০ | খেলা ]


হোসেনপুরে গ্রামবাংলার ঐতিহ্য সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার গাঙ্গাটিয়া জমিদার বাড়ির সাগরদিঘীতে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ।

গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী এ জেড এম রকিবুল আহসান ও জিনারী ইউপি চেয়ারম্যান আব্দুছ ছালাম।

সাঁতার প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে বিজয়ী ৬ জন সাঁতারুর মধ্যে পুরস্কার হিসেবে এলইডি টেলিভিশন, বাইসাইকেল এবং এনড্রয়েড মোবাইল সেট বিতরণ করা হয়। কয়েক হাজার নারী-পুরুষসহ শিশুরা এ সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com