www.kishoreganjnews.com

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম কিশোরগঞ্জের মারুফ



[ স্টাফ রিপোর্টার | ২৩ অক্টোবর ২০১৭, সোমবার, ২:৪৭ | শিক্ষা ]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান দখল করেছেন কিশোরগঞ্জের সন্তান শাহ মারুফ। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ৭১ হাজার ৫৪৯ জন ভর্তিচ্ছুর মধ্যে প্রথম হন মারুফ। তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসা টংগী শাখার শিক্ষার্থী। তার প্রাপ্ত স্কোর ছিল ১৮২।

শাহ মারুফ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পাড়া পরমা নন্দ গ্রামের মাওলানা শাহ বোরহান উদ্দিনের ছেলে।

রোববার দুপুর ২টা ২০ মিনিটে এই ফল প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় ভর্তি অফিসে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। নতুন শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৫৪৯ ভর্তিচ্ছু। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৬৪। আর অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ২৭৬। পাশের হার শতকরা মাত্র ১৪.৩৫%।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কঠিন এই ভর্তিযুদ্ধে শাহ মারুফের তাক লাগানো ফলাফলে উচ্ছ্বসিত তার পরিবার।

পরিবার জানিয়েছে, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা মারুফ ‘খ’ ইউনিটের পরীক্ষায়ও চতুর্থ স্থান অর্জন করেছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com