www.kishoreganjnews.com

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতামূলক সভা



[ স্টাফ রিপোর্টার | ২১ জুন ২০১৭, বুধবার, ৪:০৯ | কিশোরগঞ্জ ]


কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন ও নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা জোরদারকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখ বক্তৃতা করেন।

এতে সদরের ইউএনও মো. আব্দুল্লাহ আল মাসউদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান, জেলা প্রেসকাব সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, নারী নেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিক, অ্যাডভোকেট স্বপন কুমার সাহা ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপননে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com