www.kishoreganjnews.com

পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ



[ রাজন সরকার, পাকুন্দিয়া | ২৬ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার, ১:৩৬ | কৃষি ]


পাকুন্দিয়া উপজেলার দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভূট্টা ও বিটি বেগুন বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি-২০১৭-২০১৮ মৌসুমে সরিষা, ভূট্টা ও বিটি বেগুন বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. গৌর গোবিন্দ দাশ।

এ সময় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আনিছুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৌরসদর ও ৯টি ইউনিয়নের ১০৫০ জন কৃষককে এক কেজি করে সরিষা বীজ এবং ৩৪৫ জন দরিদ্র ও প্রান্তিক চাষিকে এক কেজি করে ভূট্টা বীজ এবং ১০ জন কৃষকের মাঝে ২০ গ্রাম করে বিটি বেগুনের বীজ বিতরণ করা হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com