অর্থের অভাবে উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছিলো হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চৌধার গ্রামের অদম্য মেধাবী শরীফ মিয়ার। মেধাবী এই ছাত্রের কলেজে ভর্তি নিয়ে সংশয়ে ছিল তার পরিবার।
এ নিয়ে গত ৮ই জুন বিভিন্ন গণ্যমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত এই সংবাদ বদলে দেয় শরীফ মিয়ার জীবনের গতিপথ। তার সহায়তায় এগিয়ে আসেন বিভিন্ন ব্যক্তি।
বুধবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শরীফকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছে। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অনুদান সহায়তার চেক শরীফ মিয়ার হাতে তুলে দেয়া হয়।
এসময় উপজেলা নিবার্হী অফিসার আবদুল্লাহ আল মামুন, হোসেনপুর প্রেসকাব সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল ইসলাম, ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপন, সাংবাদিক ওমর ফারুক খান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।