কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


২ জুন ৪র্থ মাজহারুন-নূর সম্মাননা বক্তৃতা ২০১৮

 স্টাফ রিপোর্টার | ১৩ মে ২০১৮, রবিবার, ১০:৫৪ | বিশেষ সংবাদ 


বিশিষ্ট ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, কিশোরগঞ্জের বরিষ্ঠ চিকিৎসক ডা. এএ মাজহারুল হক এবং সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত মাজহারুন-নূর ফাউন্ডেশন এ বছর ৪র্থ মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা ২০১৮ প্রদান করবে ‘ঋদ্ধ মননের প্রাগ্রসর ভূমিপুত্র শতবর্ষী ব্যক্তিত্ব’ শাহ মাহতাব আলীকে, যিনি আউলিয়া কুলের ৩৬০ জনের অন্যতম হযরত সাগড়া শাহ (রহ.)-এর ১১তম বংশধর, বাংলাদেশের আনসার বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা, স্বাধীনতা-পূর্বকালে গৌরাঙ্গ বাজার তথা কিশোরগঞ্জের ব্যবসায়ীদের সংগঠক, কিশোরগঞ্জ সদরের অষ্টবর্গ গ্রামের নিজ বাড়িতে মুক্তিযুদ্ধকালে প্রথম আশ্রয় শিবিরের প্রতিষ্ঠাতা।

এ উপলক্ষ্যে “শাহ মাহতাব আলী: ঋদ্ধ মননের প্রাগ্রসর ভূমিপুত্র শতবর্ষী ব্যক্তিত্ব” শীর্ষক কিশোরগঞ্জের সমাজ-সংস্কৃতি-শিক্ষা-সাহিত্য বিষয়ক ৪র্থ মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৮ আগামী ২ জুন ২০১৮ শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় অষ্টবর্গ গ্রামের ঐতিহ্যবাহী ‘শাহ বাড়ি’ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে সম্মাননা বক্তৃতা ও সম্মাননা স্মারক জ্ঞাপন করবেন কবি ও রাষ্ট্রবিজ্ঞানী  ড. মাহফুজ পারভেজ, প্রফেসর, রাজনীতি বিজ্ঞান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নির্বাহী পরিচালক, মাজহারুন-নূর ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য, সঞ্চালন ও সমন্বয় করবেন প্রবীণ রাজনীতিবিদ-জননেতা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। সম্মাননা অভিনন্দন জ্ঞাপন করবেন উপসচিব তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কিশোরগঞ্জ। সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত থাকবেন প্রবীণ সাংবাদিক, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, নন্দনতাত্ত্বিক-সংস্কৃতিজন এডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, শিল্পিত রাজনীতিবিদ-সমাজচিন্তক-জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট শাহ আজিজুল হক, ঢাকা মেট্রোপলিটন আনসার বাহিনীর পরিচালক হিরা মিয়া, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আনম নৌশাদ খান।

অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন প্রবীণ রাজনীতিবিদ-জননেতা এডভোকেট মো. জিল্লুর রহমান, চেয়ারম্যান, কিশোরগঞ্জ জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন পুলিশ সুপার, কিশোরগঞ্জ মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম এবং জেলা প্রশাসক, কিশোরগঞ্জ মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি ভাটীবাংলার দরদী জননেতা প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, এমপি।

৪র্থ মাজহারুন-নূর সম্মাননা ২০১৮ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন  সিনিয়র জেলা ও দায়রা জজ কিশোরগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মাহবুব-উল-ইসলাম। শেষে সংবর্ধিত ব্যক্তিত্বের পক্ষে অনুভূতি প্রকাশ করবেন সমাজসেবক শাহ এস্কান্দার আলী স্বপন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন প্রবীণ শিক্ষক আবদুল জব্বার মাস্টার।

১ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৫ (আলোর পথের যাত্রী: সাহিত্যিক-শিক্ষাবিদ প্রাণেশকুমার চৌধুরী), ২য় মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৬ (দীপ্তিমান শিক্ষকদম্পতি: অধ্যক্ষ মুহঃ নূরুল ইসলাম/খালেদা ইসলাম বড়আপা) এবং ৩য় মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৭ (প্রজ্ঞার দ্যুতি ও আভিজাত্যেও প্রতীক: প্রফেসর রফিকুর রহমান চৌধুরী)-এর মতো এবারেও সকলের উপস্থিতি কামনা করেছে  কিশোরগঞ্জের সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক প্রতিষ্ঠান মাজহারুন-নূর ফাউন্ডেশন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর