কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাখিদের কিচিরমিচিরে মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 মাহবুবুর রহমান | ১৩ মে ২০১৮, রবিবার, ৫:২৭ | ফিচার 


প্রকৃতি প্রেমীদের ভালোবাসার এক অন্যতম স্থান হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যায় এখানে। পাহাড়ঘেরা প্রকৃতির সাথে পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিদ্যাপীঠটির কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন বিএনসিসি অফিসের সামনে পাখিদের এই আসর ও কিচিরমিচির শব্দ ও বিশ্ববিদ্যালয়ের রূপবৈচিত্র আপনাকে নিরাশ করবে না, এটা নিশ্চিত করে বলে দেওয়া যায়।

তাইতো পাখিদের নিয়ে কবি কাজী আনিসুল হক লিখেছেন-

মনের পাখি তারে ডাকি;
কাটছে আমার বেলা
ধরতে গেলে দিচ্ছে উরাল
করছে আমায় হেলা।
স্বপ্ন তুলির রঙ ছড়িয়ে আঁকছি তাহার দেহ
জানিয়ে দিও সেই পাখিটার দেখা পেলে কেহ।

পাখির কিচিরমিচির শব্দ থেকেই  বোঝা যায় তারা কত সুখী। পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য পাখি প্রেমী ও সাধারণ শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

# মাহবুবুর রহমান, শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগ, ৩৩তম ব্যাচ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর