কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মাছের সাথে শত্রুতা! মরে ভেসে ওঠলো ৬ লক্ষাধিক টাকার মাছ

 বাজিতপুর সংবাদদাতা | ২৭ নভেম্বর ২০২১, শনিবার, ৩:৩২ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুরে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। অমানবিক ও পৈশাচিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার মেরাজুড়ী এলাকায় কৈলাগ গ্রামের গরীব মৎস্য চাষী  মো. মিরজালী মিয়ার একটি পুকুরে।

তার ছেলে মো. আলী হোসেন জানান, মো. মিরজালী মিয়া গত কয়েক বছর যাবত ঋণ কর্জ করে মেরাজুড়ীতে অন্যের পুকুর ভাড়া নিয়ে মৎস্য চাষ করে আসছেন। কিন্তু বারংবারই তিনি লোকসানের মুখে পড়েছেন।

চলতি বছর ৬০ শতকের এই পুকুরটিতে ৬ হাজার পাঙ্গাশ ও ৬ হাজার দেশীয় কার্প জাতীয় মাছ চাষে দেন। পাঙ্গাশ মাছগুলো প্রতি পিসের ওজন প্রায় দেড় কেজি হয়। সাথে আরো ২০ হাজার পোনা মাছও ছাড়া হয়।

বড় মাছগুলো বিক্রির জন্য সিদ্ধান্তও নেন মিরজালী মিয়া। মুখে ফুটে প্রত্যাশার হাসি।

কিন্ত শুক্রবার (২৬ নভেম্বর) মধ্যরাতে কে বা কারা শত্রুতা করে পুকুরটিতে বিষ জাতীয় কোনো পদার্থ প্রয়োগ করে সমুদয় মাছ নিধন করে দিয়ে ভেঙ্গে দেন তার স্বপ্ন। মাথায় জেনো বাজ পড়েছে তার।

মিরজালী মিয়া নিজে পুকুর পাহারা দিয়েও তা রক্ষা করতে না পেরে হাউ মাউ করে কাঁদছেন।

কোথা থেকে দিবেন প্রায় ৫ লক্ষ টাকার ঋণ! কিভাবে চালাবেন সংসার?

তার ছেলে আলী হোসেন জানান, সন্দেহজনক ভাবে আইনী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর