কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদী বিএনপির পদচ্যুত সাধারণ সম্পাদক তৃণমূল ভোটে পুন:নির্বাচিত

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৯ নভেম্বর ২০২১, সোমবার, ৭:৩৪ | রাজনীতি 


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে পদচ্যুত সাধারণ সম্পাদক তৃণমূল ভোটে পুন:নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর সদরের চরিয়াকোনা পুরাতন কাঠ মহাল সংলগ্ন মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে তৃণমূলের ভোটে আরিফুর রহমান কাঞ্চন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পঞ্চম বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিগত ২২ আগস্ট তাকে পদচ্যুত করা হয়।

সভাপতি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ সভাপতি নির্বচিত হন।

সম্মেলনে সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী থাকায় ভোটের আয়োজন করা হয়। প্রতি ইউনিয়ন কমিটি থেকে প্রথম ৩৭ জনকে ভোটার হিসাবে গণ্য করা হয়।

৯টি ইউনিয়ন থেকে ৩৩৩ জনকে ভোটার করা হয়। এর মধ্যে ২৯৪জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

এতে আরিফুর রহমান কাঞ্চন ১২০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান স্বপন পেয়েছেন ১০৭ ভোট।

উপজেলা বিএনপির আহবায়ক মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল আলম ও জসিম উদ্দিন মেনুর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইছরাইল মিয়া ও নাজমুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, আরিফুর রহমান কাঞ্চন, রফিকুল আলম রফিক, মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু প্রমুখ ছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নের নেতৃবৃন্দ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর