কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ কর্মী দেলোয়ার মারা গেছেন

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৫:৫২ | কুলিয়ারচর 


তৃতীয় ধাপে রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় গুলিতে গুরুতর আহত হওয়া যুবলীগ কর্মী মো. দেলোয়ার হোসেন (৪০) মারা গেছেন।

ঢাকার হেলথ কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ নভেম্বর) রাতে তিনি মৃত্যুবরণ করেছেন।

নিহত যুবলীগ কর্মী মো. দেলোয়ার হোসেন কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের মুহাম্মদ ইব্রাহিম মিয়ার ছেলে।

তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ গোবরিয়া (জাব্বা পাড়া) ভোট কেন্দ্রে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গুলিতে দেলোয়ার হোসেনসহ একই গ্রামের রানা, সাথিল ও ছাব্বির আহত হন।

গুরুতর আহত দেলোয়ার হোসেনকে ঢাকার হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ নভেম্বর) রাতে মারা যান।

রাতেই দেলোয়ার হোসেনের মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, অন্যান্য আহতরা বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর