কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেক স্মরণসভা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার, ৫:৫৫ | কিশোরগঞ্জ সদর 


বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেক স্মরণে কিশোরগঞ্জে আলোচনা সভা, দোয়া ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিয়নায়তনে এ স্মরণসভা, দোয়া ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেক স্মৃতি সংসদের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান।

ভোরের আলো সাহিত্য আসরের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেক স্মৃতি সংসদের সভাপতি মো. শাহীনুল ইসলাম শাহীন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেক স্মৃতি সংসদের উপদেষ্টা ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে সিনিয়র আইনজীবী রাজনীতিক শেখ একেএম নূরুন্নবী বাদল, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক ও লেখক মু আ লতিফ, ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বিআরডিবির সাবেক পরিচালক ও জেলা পাবলিক লাইব্রেরির সহসাধারণ সম্পাদক এডভোকেট মো. নিজাম উদ্দিন,  ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেক এর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে ব্লাডক্যানসারে আক্রান্ত জয়ের চিকিৎসা সহায়তায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালেক স্মৃতি সংসদের সভাপতি মো. শাহীনুল ইসলাম শাহীন অনুদান হিসেবে জয়ের বড় বোন হাসিনা আক্তারের হাতে পাঁচ হাজার টাকার চেক প্রদান করেন।

স্মরণসভা, দোয়া ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কবি, ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর