কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাধা পেরিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন সোহরাব উদ্দিন

 স্টাফ রিপোর্টার | ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৩:৫১ | রাজনীতি 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিনের সমর্থক নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া পৌরসদরের প্রধান সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পাকুন্দিয়া পৌরসদর রণক্ষেত্রে পরিণত হয়।

দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী ও সমর্থক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

রণক্ষেত্রের মধ্যেই বাধা পেরিয়ে সকাল পৌনে ১০টার দিকে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের সাথে নিয়ে এডভোকেট মো. সোহরাব উদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে বড়বাড়ি চৌরাস্তা হয়ে বড়বাড়ি সড়ক দিয়ে এডভোকেট মো. সোহরাব উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা যুবলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ছাত্রবন্ধু লাইব্রেরি মোড়ে পৌঁছার পর এমপি সমর্থকরা তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এ পরিস্থিতির মধ্যেই নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এডভোকেট মো. সোহরাব উদ্দিন।

শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে তিনি একই সড়ক ধরে বড়বাড়ি চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশ করেন।

এডভোকেট মো. সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. মাহাবুবুর রহমান, যুগ্মআহ্বায়ক মো. সামছুদ্দোহা, যুগ্মআহ্বায়ক ও সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আকরাম হোসেন ভূঁইয়া কাঞ্চন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মো. আনোয়ার হোসেন আনার।

এদিকে বেলা ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর রোডে মরুরা এলাকায় অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নামিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটির দরজা, জানালা ও সিটসহ বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, জনগণের জানমাল রক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর